খুলনা প্রেসক্লাবের উন্নয়নের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর আর্থিক সহায়তা প্রদান
জাফর ইকবাল অপুঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার রবিবার সকালে খুলনা প্রেসক্লাব সংস্কারের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। উল্লেখ্য,বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান গত ২৭ সেপ্টেম্বর ক্ষতিগ্রস্ত খুলনা প্রেসক্লাব পরিদর্শন করে ক্লাবের সংস্কারের জন্য আর্থিক সহায়তা প্রদানের প্রতিশ্রæতি প্রদান করেছিলেন। তাঁর প্রতিশ্রæত আর্থিক সহায়তা আজ রবিবার খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দের কাছে অনুদানের অর্থ হস্তান্তর করেন।
পরে উপস্থিত সাংবাদিকবৃন্দের সাথে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক ও অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সদস্য সাচিব রফিউল ইসলাম টুটুল।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের নির্বাহী সদস্য মো. মিজানুর রহমান মিলটন, আহমদ মুসা রঞ্জু ও আশরাফুল ইসলাম নূর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সরকারি পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, অঞ্চল টিম সদস্য মাস্টার শফিকুল আলম, খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, খুলনা জেলা আমীর মাওলানা এমরান হসাইন, মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, মহানগরী সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলম, জেলা সহকারি সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, মহানগরী ছাত্রশিবির সভাপতি আরাফাত হোসেন মিলন, জেলা ছাত্রশিবিরের সভাপতি বেলাল হোসাইন রিয়াদ, মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম ফারাজি, ছাত্র শিবিরের মহানগরী সেক্রেটারি এস এম নুরুল্লাহ, খুলনা প্রেসক্লাবের সদস্য ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মোঃ আনিসুজ্জামান, এইচ এম আলাউদ্দিন, মোস্তফা জামাল পপলু, মো. এরশাদ আলী, মো. রাশিদুল ইসলাম, সামছুজ্জামান শাহীন, এ এইচ এম শামিমুজ্জামান, মোঃ আমিরুল ইসলাম, মাহবুবুর রহমান মুন্না, মোঃ মাকসুদুর রহমান(মাকসুদ), এম এ হাসান, শেখ শামসুদ্দীন দোহা, শেখ আব্দুল হামিদ, প্রবীর কুমার বিশ্বাস, এহতেশামুল হক শাওন, আব্দুর রাজ্জাক রানা, খলিলুর রহমান সুমন, কে এম জিয়াউস সাদাত, আতিয়ার পারভেজ, নাজমুল হক পাপ্পু, সাংবাদিক আব্দুল খালেক আজীজীসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।#