বাগেরহাটে প্রদর্শিত হলো নাটক “আর কতবার”
বাগেরহাট প্রতিনিধিঃ
উপকূলের মানুষের জীবনপ্রবাহ কেমন, তা আবার ফুটিয়ে তোলা হয়েছে ‘আর কতবার’ শিরোনামের নাটক প্রদর্শনের মাধ্যমে । বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে শহরের বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এক্টিভিস্টা বাগেরহাট ও রামপালের আয়োজনে একশনএইড বাংলাদেশ (পি ফর সি) প্রকল্পের আওতায় নাটকটি প্রদর্শিত হয়।
গেল সেপ্টেম্বরে বিভিন্ন দপ্তরকে নিয়ে ‘নোনা জলের কান্না’ শিরোনামের নাটক প্রদর্শন করেছিল সংস্থাটি। ওই দপ্তরগুলো থেকে দেওয়া প্রতিশ্রুতি মনে করিয়ে দেওয়ার জন্য ‘আর কতবার’ নাটকটি আবার প্রদর্শিত হয়।
মূলত উপকূলের মানুষের দুঃখ-দুর্দশা ও জীবনপ্রবাহের টানাপোড়েনের চিত্র বাস্তবধর্মী এ নাটকে তুলে ধরা হয়েছে। সেখানে নদীভাঙন, সুপেয় পানির সংকট, লবণাক্ত পানির প্রকোপসহ বিভিন্ন সমস্যা সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। এসব সমস্যার কারণে উপকূলের মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যে যে বিরূপ প্রভাব পড়ছে, তা এ নাটকের মাধ্যমে তুলে ধরা হয়েছে।
এ ছাড়া জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব থেকে মুক্তি পেতে বিকল্প আবাসন ও কর্মসংস্থান সৃষ্টি, জেন্ডার সংবেদনশীল সরকারি সেবা নিশ্চিত করা, এবং যে কোনো দুর্যোগ (যেমন- ঝড়, বন্যা, খরা, নদীভাঙন) রোধ করার উপায়ও নাটকটিতে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি লবণাক্ততা দূরীকরণ ও সুপেয় পানি নিশ্চিত করার বিষয়টিও উঠে এসেছে নাটকের মাধ্যমে।
নাটকটির প্রদর্শন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী হোসনেয়ারা জামিল সুমনা, বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ কুমার বকসী, একশনএইড বাংলাদেশের ইন্সপাইরেটর সিদরাতুল মুনতাহা, এছাড়া সাংবাদিক, জনস্বাস্থ্য, কৃষি বিভাগের কর্মকর্তা ও বাঁধনের অর্ধশতাধিক যুব প্রতিনিধি উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও লবণাক্ততার চরম ঝুঁকিতে রয়েছে বাগেরহাট জেলা। এখানে আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনজনিত নানা সমস্যা বিদ্যমান। এসব সমস্যা সমাধানে সবাইকে একযোগে কাজ করতে হবে।