আগুনে ৭টি দোকান পুড়ে ছাই
মোঃ রেজুয়ান খান নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণার বারহাট্টায় আগুনে পুড়ে ৭টি দোকান ছাই হয়ে গেছে। বুধবার সকালে এ ঘটনাটি ঘটেছে উপজেলার রায়পুর ইউনিয়নের তেঘুরিয়া বাজারে। এতে প্রায় আট লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণ করে আশেপাশের দোকান গুলো থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৬০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছেন। এই বিষয়টি নিশ্চিত করেছেন বারহাট্টা ফায়ার এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার ফয়সাল হোসেন। তিনি জানান আমরা সকাল সাড়ে পাচটার দিকে এলাকাবাসীর পক্ষ থেকে খবর পাই। খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিক ভাবে আমরা ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হতে পারে। তবে এলাকাবাসী দ্রুত আমাদের জানানোর ফলে ক্ষয়ক্ষতির পরিমান অনেকটাই কম হয়েছে, তা না হলে ক্ষয় ক্ষতির পরিমান অনেক বেড়ে যেত।