মোল্লাহাটে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
শরীফ মাসুদুল করিম, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি ঃ
বাগেরহাটের মোল্লাহাটে ২দিন ব্যাপি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ্ব-১৭)-২০২১ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল ১০ টায় কেআর কলেজ মাঠে অনুষ্ঠিত এ টুর্ণামেন্ট উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস, কে আর কলেজের অধ্যক্ষ এল জাকির হোসেন, থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী গোলাম কবির, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহিদ মেহফুজ রচা, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, একাডেমিক সুপার ভাইজার রামপদ বিশ্বাস, গাংনী ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী, কোদালিয়া ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম, প্রেসক্লাব মোল্লাহাটের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, যুবলীগ নেতা কল্লোল বিশ্বাস পলু , খাঁন তুষার আহম্মেদ প্রমূখ।
উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করেন ৩নং গাংনী ইউনিয়ন বনাম কুলিয়া ইউনিয়ন ফুটবল দল। খেলায় কুলিয়া ইউনিয়ন ফুটবল দলকে ৩-০ গোলে পরাজিত করে গাংনী ইউনিয়ন ফুটবল দল সেমিফাইনালে উত্তীর্ণ হয়। অপর খেলায় কোদালিয়া ইউনিয়ন ফুটবল দল ওয়াক ওভার পেয়ে সেমিফাইনালে উর্ত্তীর্ণ হয়।