সৌদি আরব যেতে টাকা লাগবে ১ লক্ষ ৬৫ হাজার
বাগেরহাট প্রতিনিধি:
বাংলাদেশ থেকে সৌদি আরবে কাজের জন্য যেতে খরচ হবে ১ লক্ষ ৬৫ হাজার, মালয়েশিয়া ১ লক্ষ ৬০ হাজার, সিঙ্গাপুর ২ লক্ষ ৬২ হাজার ২ শত সত্তর, লিবিয়া ১ লক্ষ ৪৫ হাজার ৭৮০, বাহরাইন ৯৭ হাজার ৭ শত আশি, সংযুক্ত আরব আমিরাত ১ লক্ষ ৭ হাজার ৭শত আশি, কুয়েত ১ লক্ষ ৬ হাজার ৭শত আশি, ওমান ১ লক্ষ ৭শত আশি, ইরাক ১ লক্ষ ২৯ হাজার ৫ শত চল্লিশ, কাতার ১ লক্ষ ৭শত আশি, জর্ডান ১ লক্ষ ২ হাজার ৭শত আশি, মিশর ১ লক্ষ ২০ হাজার আশি,রাশিয়া ১ লক্ষ ৬৬ হাজার ৬ শত চল্লিশ, মালদ্বিপ ১ লক্ষ ১৫ হাজার ৭শত আশি, ব্রনাই ১ লক্ষ ২০ হাজার ৭ শত আশি, লেবানন ১ লক্ষ ১৭ হাজার ৭শত আশি। বুধবার সকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ অভিবাসন, রিক্রুটিং এজেন্ট লাইসেন্স, আচরণ ও শ্রেণীবিভাগ বিধিমালা বিষয়ে সচেতনতামূলক সভায় একথা জানিয়েছেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের একান্ত সহকারী সন্ধীপ কুমার সরকার। প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাগেরহাট জেলা প্রশাসনের বাস্তবায়নে অনুষ্ঠিত সভায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম,সহকারী কমিশনার মারজানা আক্তার,রোহান সরকার,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো: আজগর আলী, জাতীয় মহিলা সংস্থা বাগেরহাট এর চেয়ারম্যান এ্যাডভোকেট শরিফা খানম এছাড়া বিভিন্ন সরকারী দপ্তরেরর কর্মকর্তা, রাজনৈতিক নেতা, এজেন্সি প্রতিনিধি, সাংবাদিক ও যুব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।
সভায় পাওয়ার পয়েন্টে বিদেশে লোক পাঠানোর বিভিন্ন প্রক্রিয়া দেখানো হয় এবং সেখানে ১৬ টি দেশে লোক পাঠানোর প্রকৃত খরচ কত , সাধারন লোকেরা যদি হয়রানির শিকার হয় সেক্ষেত্রে কোথায় যোগাযোগ করতে হবে সেটি দেখানো হয়। সভায় উপস্থিত প্রতিনিধির কাছ থেকে বিদেশে লোক পাঠানোর বিভিন্ন হয়রানীর কথা উঠে আসলে সেগুলো সমাধানের প্রক্রিয়াও বলে দেওয়া হয়।