সিরাজগঞ্জে দু’টি মরদেহ উদ্ধার
নাজমুল হাসান, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় পৃথক স্থান গুলো থেকে নারীসহ দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ জুন) সকাল বেলা রায়গঞ্জ পৌরসভার বেতুয়া গ্রাম থেকে নিজাম উদ্দিন (৫৪) নামে এক ব্যক্তির ঝুলন্ত এবং একই উপজেলার ব্রম্মগাছা ইউনিয়নের ধর্মদাসগাতী গ্রামের একটি দোকানের সামনে মাটিতে পড়ে থাকা অবস্থায় রহিমা খাতুন (৬০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহ দুটি ময়না তদন্তের জন্য রায়গঞ্জ থানা পুলিশ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, বেতুয়া এলাকায় বাড়ি থেকে প্রায় তিনশ মিটার দূরে একটি ইউক্যালিপটাস গাছে ঝুলন্ত অবস্থায় নিজাম উদ্দিন (৫৪) নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত নিজাম এলাকার মৃত ময়েজ উদ্দিনের ছেলে। জমিজমা নিয়ে তাদের ঝামেলা ছিল এলাকাবাসী জানিয়েছেন। কিন্তু এটি হত্যা না আত্মহত্যা প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে না।
তিনি আরও জানান, ব্রম্মগাছা ইউনিয়নের ধর্মদাসগাতী গ্রামে একটি দোকানের সামনে থেকে এক মহিলার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত রহিমা খাতুন (৬০) স্থানীয় মৃত আমজাদ হোসেনের স্ত্রী। শোনা যাচ্ছে হঠাৎ করে পড়ে গিয়ে মারা গেছেন তিনি।
x