মোল্লাহাটে ভোক্তা অধিকার বিষয়ক অভিযানে ২১ প্রতিষ্ঠানের জরিমানা
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে ভোক্তা অধিকার বিষয়ক যৌথ বাহিনীর দিনব্যাপী অভিযান পরিচালনার মাধ্যমে ২১’টি প্রতিষ্ঠানের দুই লাখ চৌদ্দ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টা হতে সন্ধ্যা পর্যন্ত একটানা এ অভিযান পরিচালনাকালে বিভিন্ন ধরনের ২১’টি প্রতিষ্ঠানের অপরাধ অনুযায়ী এ জরিমানা করা হয়। ২১’টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে, বেকারী, আইসক্রিম ফ্যাক্টরি, ফার্মেসী, খাবার হোটেল, গার্মেন্টস, মুদি, ফল ও সবজিসহ বিভিন্ন ধরনের ব্যবসায়ী।
মেজর আরমানের সার্বিক তত্ত্বাবধানে সেনাবাহিনী, পুলিশ ও ভোক্তা অধিকার অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে বিভিন্ন প্রতিষ্ঠানের অপরাধ অনুযায়ী বিভিন্ন অঙ্কের জরিমানা করেন বাগেরহাট জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। এসময় উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম সহ সংশ্লিষ্টরা।