বাগেরহাট প্রতিনিধি :বাগেরহাটের মোরেলগঞ্জ মডেল একাডেমির উদ্যোগে শিশুদের সুন্দর হাতেরলেখা ও চিত্রাঙ্কন প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। (১৬ নভেম্বর) শনিবার সকালে জাঁকজমক আয়োজনের মধ্যদিয়ে মোরেলগঞ্জ মডেল একাডেমির স্কুল মাঠে শিশুদের সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি।এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃনাজমুল ইসলাম।অনুষ্ঠানে সভাপতি হিসেবে শুভ উদ্ধোধন করেন সাবেক পুলিশ কর্মকর্তা মোঃসুলতান আহমেদ।এছাড়াও অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,ঢাকা আইকন মডেল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক মীর মোশারফ হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক তোমার বাসার ফারুক হোসেন সামাদ, সাবেক ছাত্রদল নেতা এফ এম শামীম হাসান, সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ছগির আহম্মেদ, বহরবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবে প্রধান শিক্ষক মো : আবু সালেহ, ইকরার প্রতিষ্ঠাতা মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক এইচ এম শহিদুল ইসলাম প্রমুখ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ রাজনীতিবিদ ইলেকট্রনিক ও প্রিন মিডিয়ার সাংবাদিক গণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ নাহিদ মাহমুদ।