ভূমিহীনদের জমি ও গৃহ প্রদান উপলক্ষে শাজাহানপুরে প্রেস ব্রিফিং
সাবিক ওমর সবুজ
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় বগুড়ার শাজাহানপুরে ভূমিহীন ও গৃহহীন ৩৭টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার কর্মরত সাংবাদিকদের নিয়ে ভূমি ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের জমি এবং গৃহ প্রদান বিষয়ে প্রেস ব্রিফিং করা হয়েছে।
আগামী বৃহস্পতিবার (২১জুলাই) সকাল ৯ টার দিকে শাজাহানপুর উপজেলাসহ সারা দেশে নির্মিত বাড়ি হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন। ২শতক জায়গার উপরে উপজেলায় প্রতিটি বাড়ি নির্মাণে ব্যায় হয়েছে ২ লক্ষ ৫৯হাজার ৫০০ টাকা।উপজেলার চোপিনগর ইউনিয়নের কামারপাড়া গ্রামে ১৮টি, আমরুল ইউনিয়নের মাড়িয়া গ্রামে ১৬টি এবং আশেকপুর ইউনিয়নে ৩টি বাড়িসহ মোট ৩৭টি বাড়ি নির্মাণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদ, সহকারী কমিশনার(ভূমি) মো. আশিক খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাহবুবুর রহমান, শাজাহানপুর প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান,উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জিয়াউর রহমান, সাংবাদিক মিলন, শাহাদাত হোসেন, সাইদুজ্জামন তারা, শাহ আলম, সাবিক ওমর, মিজানুর রহমান,নাজির, দুলাল, হোসেন প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদ বলেন, দেশকে ভূমি ও গৃহহীন মুক্ত করার লক্ষে ২০২০-২১অর্থ বছরে একলক্ষ ১৭হাজার ৩শত ১৯টি গৃহ নির্মাণ এবং হস্তান্তর করা হয়েছে। ২০২১-২২ অর্থ বছরের ৩য় পর্যায়ের প্রথম ধাপে ৬৭ হাজার ৮০০ গৃহ নির্মাণ ও হস্তান্তর করা হয়েছে। এবং ২য় ধাপে ২৬ হাজার ২২৯টি বাড়ি হস্তান্তরের অপেক্ষায় আছে। এরই ধারাবাহিকতায় বগুড়া শাজাহানপুর উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে ২০২০-২১ অর্থ বছরে ২৮টি, ২০২১-২২অর্থ বছরের ৩য় পর্যায়ের প্রথম ধাপে ৩০টি এবং ২য় ধাপে আরো ৩৭টি বাড়ি নির্মাণ করা হয়েছে।