বাগেরহাট সদরে উওরণ ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে স্বাস্থ্যকর্মীদের সাথে শিখন বিনিময় কর্মশালা অনুষ্ঠিত
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলায় উওরণ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত “ইয়ূথ এ্যাম্পাওয়ার্ড: চাইল্ড, আর্লি, এন্ড ফোর্সড ম্যারেজ প্রতিরোধ প্রকল্প” এর আওতায় স্বাস্থ্যকর্মীদের দক্ষতা উন্নয়ন ও শিখন বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পের আওতাভুক্ত ১০টি কমিউনিটি ক্লিনিক এবং ৪টি পরিবার পরিকল্পনা কেন্দ্রের বাইরেও অতিরিক্ত ১১টি স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যকর্মীরা এ কর্মশালায় অংশ নেন।
কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. প্রদীপ বকসী, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব অলিয়ার রহমান। প্রকল্পের মেয়াদ শেষ পর্যায়ে থাকায় প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীদের সঙ্গে অন্যান্য স্বাস্থ্যকর্মীদের লার্নিং শেয়ারিং এর এই উদ্যোগ নেওয়া হয়, যা স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
কর্মশালায় স্বাস্থ্যকর্মীরা প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের জন্য কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নত হয়েছে বলে প্রকল্পকে বিশেষ ধন্যবাদ জানান। প্রধান অতিথি এবং বিশেষ অতিথিরা প্রকল্পের উদ্যোগকে প্রশংসা করেন এবং অর্জিত জ্ঞান কমিউনিটি পর্যায়ে প্রয়োগের মাধ্যমে স্বাস্থ্যসেবায় আরও উন্নতির আহ্বান জানান।