সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপিত” বাগেরহাটের বিশ্ব মানবাধিকার দিবস পালিত  নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর আগামী ২৫-২৬ সেশনের কমিটি ঘোষণা ও আমীরের শপথ সাংবাদিক কামরুজ্জামান শিমুলকে হত্যার হুমকির প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন বাগেরহাটে যুবকদের রাজনৈতিক ক্ষমতায়নের জন্য প্রশিক্ষণ কর্মশালা বাগেরহাটে যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃসুজন মোল্লার নেতৃত্বে আনন্দ মিছিল ও সমাবেশ বাগেরহাটে সাংবাদিক শিমুলকে হত্যার হুমকি, ফেসবুকে নিন্দা’র ঝড় ৭৪ বছরে মোংলা বন্দর: সম্ভাবনার নতুন দুয়ার  শীতের শুরুতেই বাগেরহাটে আশা’র কম্বল বিতরণ বাগেরহাটে প্রদর্শিত  হলো নাটক “আর কতবার”
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে

বাগেরহাটে সুপেয় পানির দাবিতে মানবন্ধন

রিপোর্টারের নাম / ৯৭ টাইম ভিউ
আপডেট: শনিবার, ১৩ আগস্ট, ২০২২

বাগেরহাট প্রতিনিধিঃ
উপকূলীয় এলাকায় সুপেয় পানি সংকট নিরসনে ভূগর্ভস্থ পানির ব্যবহার বন্ধ করা, এলাকাভিত্তিক বড় বড় পুকুর, খাল, জলাশয় খনন করে তাতে বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা করা, খাসজমিতে মিঠা পানির আধার তৈরি করার দাবি জানিয়েছে বাগেরহাট জেলার রামপাল উপজেলার যুব, নারী, পুরুষ, পানি সংকটে ক্ষতিগ্রস্ত জনগণ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। গতকাল বিকালে রামপাল উপজেলার ফয়লাহাটে বিনামূল্যে নিরাপদ ও পর্যাপ্ত সুপেয় পানি প্রাপ্তি আমার অধিকার’ প্রতিপাদ্য নিয়ে পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান, বাঁধন মানব উন্নয়ন সংস্থা এবং একশনএইড বাংলাদেশ আয়োজিত উপকূলজুড়ে পানি অধিকার প্রচারাভিযানে অংশগ্রহণকারীরা এই দাবি জানান। এ মানববন্ধনে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন উজলকুড় ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন, ফয়লাহাট বনিক সমিতির সভাপতি আব্দুস সালাম হাওলাদার, ফয়লাহাট মৎস সমিতির সভাপতি গাজি রাশেদুল ইসলাম ডালিম, উজলকুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মল্লিক মোয়াজ্জেম হোসেন, ১ নং ওয়ার্ড এর ইউপি সদস্য আজাহের হোসেন টুকু, সাবেক ইউপি সদস্য শেখ মাসুম বিল্লাহ এছাড়া এ সময় আরো উপস্থিত ছিলেন এই এলাকার যুব প্রতিনিধি,সুশিল সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ সাধারন জনগন। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের হুমকির মুখে পড়ছে উপকূল। উপকূলীয় নদীগুলোর লবণাক্ততা ক্রমশ বেড়ে চলছে।

সমুদ্রপৃষ্ঠের উচ্চবতা বৃদ্ধির ফলে উপকূলীয় পানির উৎসগুলো লবণাক্ত হয়ে পড়ায় পানের অযোগ্য হয়ে পড়ছে। ফলে উপকূলীয় জেলাগুলোতে সুপেয় পানির সংকট বেড়েই চলেছে। একদিকে লবণাক্ততার ফলে ভূ-উপরিস্থ পানি পানের অযোগ্য হয়ে পড়েছে, অন্যদিকে ভূ-নিম্নস্থ পানির স্তর নেমে যাওয়ায় অনেক গভীর নলকূপেও পানি উঠছে না। উপকূলীয় এলাকায় মানুষ নদী ও পুকুরের দূষিত পানি পানের কারণে ডায়রিয়া এবং কলেরাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। খিঁচুনি, জরায়ু সমস্যাসহ গর্ভবতী নারীদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। দূর-দুরান্ত থেকে পানি সংগ্রহ করতে গিয়ে নারীরা বিভিন্ন ধরণের নিপীড়নের শিকার হচ্ছে। তাই জরুরিভাবে উপকূলীয় এলাকায় সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করতে হবে। সরকারি ও বেসরকারি উদ্যোগে বিভিন্ন সময়ে পিএসফ (পন্ড স্যান্ড ফিল্টার) এবং রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম স্থাপন করলেও সেগুলো পর্যাপ্ত নয়, অন্যদিকে রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে। উপকূলীয় জনগোষ্ঠীর সুপেয় পানি সংকটটে জরুরি বিবেচনায় নিতে জন্য নিরবচ্ছিন্ন পানি সরবরাহ তথা সুপেয় পানি অধিকার নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের উপর বক্তারা গুরুত্বারোপ করেন উপস্থিত বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর