বাগেরহাটে যুবকদের রাজনৈতিক ক্ষমতায়নের জন্য প্রশিক্ষণ কর্মশালা
বাগেরহাট প্রতিনিধিঃ
বাংলাদেশ পূর্ণগঠনে যুবকদের অংশগ্রহন এবং স্বচ্ছতা, জবাবদিহীতা ও গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিকরণের মাধ্যমে বাংলাদেশের যুবকদের রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে যুবকদের সক্ষমতা, নেতৃত্ব বিকাশ ও রাজনৈতিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। দি হাই কমিশন অফ কানাডা টু বাংলাদেশ এর স্থানীয় উদ্যোগে কানাডীয় তহবিল এর সহযোগিতায় এবং বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়াদা এর বাস্তবায়নে উক্ত প্রশিক্ষণ কার্যক্রমে যুবকদের ২ দিন ব্যপী স্বচ্ছতা, জবাবদিহীতা, সুশাসন ও গণতান্ত্রিক ব্যবস্থা ও রাজনৈতিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নে খানজাহানিয়া গণবিদ্যালয় প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে যুব উন্নয়ন অধিদপ্তর এর উপপরিচালক জনাব মোঃ আব্দুল কাদের উপস্থিত থেকে দেশ ও সমাজ উন্নয়নে দক্ষতা ও জনসচেতনতা বৃদ্ধির জন্য যুবকদের উদ্দেশ্যে পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন। প্রকল্পের বাস্তবায়নকরী সংস্থা ওয়াদা এর চেয়ারম্যান এন্ড সিইও জনাব নিলুফা আক্তার ইতি অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বলেন যে, যুবকরাই হচ্ছে জাতির মেরুদন্ড তাই গণতান্ত্রিক বাংলাদেশ পূর্ণগঠনে যুবকদের সক্রিয় অংশগ্রহন অত্যান্ত গুরুত্বপূর্ণ।