বাগেরহাটে মোরেলগঞ্জে ‘তরুণদের নেতৃত্বে জলবায়ু কর্মসূচি’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সোহাগ হাওলাদার, বাগেরহাট
বাগেরহাটের মোড়েলগঞ্জ জলবায়ু পরিবর্তনের কারণ, প্রভাব ও এ সংক্রান্ত সংকট মোকাবেলায় তরুণদের ভূমিকা নির্দিষ্টকরণ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৪-৬ নভেম্বর পর্যন্ত মোড়েলগঞ্জ সন্ন্যাসী বাজারে একটি অভিজাত হোটেলে ব্রিটিশ কাউন্সিল ও অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় ইয়ুথনেট গ্লোবালের আয়োজনে স্থানীয় স্বেচ্ছাসেবক তরুণদের নিয়ে এই কর্মশালা আয়োজন করা হয়।
কর্মশালার প্রথম দিন জলবায়ু পরিবর্তনের কারণ, এর প্রভাবে কৃষি, স্বাস্থ্য, তথা জীবন-জীবিকার ওপর কী প্রভাব পড়ছে তা বিশ্লেষণের পাশাপাশি স্থানীয় পর্যায়ের এ সংক্রান্ত সংকট নিরসনে অভিযোজন ও প্রশমন কৌশল নিয়ে আলোচনা হয়।
দ্বিতীয় দিনে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার বিভিন্ন টেকসই উপায় নিয়ে আলোচনা করা হয়। স্থানীয় পরিবেশ সংরক্ষণে সবুজায়ন ও নবায়নযোগ্য শক্তি ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়।
তৃতীয় ও শেষ দিনে উক্ত সমস্যা সমাধানে জনসম্পৃক্ততার মাধ্যমে সিদ্ধান্ত প্রণেতাদের সাথে অ্যাডভোকেসি দক্ষতা চর্চা করা হয়। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতা বিবেচনায় রেখে স্থানীয় সমস্যা সমাধানে কর্মপরিকল্পনা তৈরি করেন, যাতে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিকভাবে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার কর্মসূচি প্রণীত হয়।
এই কর্মশালা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় তরুণদের নেতৃত্বে স্থানীয় সম্পদ কাজে লাগিয়ে, জনসম্পৃক্ততার মাধ্যমে দীর্ঘমেয়াদী ও টেকসই সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হয়।
প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন অ্যাকশনএইড বাংলাদেশের ডেপুটি ম্যানেজার পার্টনারশিপ এবং প্রোগ্রাম মো. আরিফ সিদ্দিকী এবং অ্যাকশনএইড বাংলাদেশের ইন্সপাইরেটর সিদরাতুল মুনতাহা।
কর্মশালার শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র প্রদান করে কর্মশালার সমাপ্তি হয়।