উম্মুক্ত যুব সাংবাদিক ফেলোশিপ ২০২১
যুব সাংবাদিকতাকে উৎসাহিত করার লক্ষ্যে বাঁধন মানব উন্নয়ন সংস্থা, একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সম্পৃক্ত যুব সাংবাদিকদের ফেলোশিপ প্রদানের জন্য আবেদন আহŸান করছে।
ফেলোশিপের বিষয়ঃ
1. করোনাকালীণযিুব ও নারীবান্ধব জনসেবা (বিশেষ করে প্রজনন স্বাস্থ্য, কারিগরি শিক্ষা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি)মার্চ ২০১০
আবেদনের যোগ্যতাঃ
. প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ায় (বাংলা ও ইংরেজি মাধ্যমে) কর্মরত সাংবাদিক
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ: 14 জুন,২০২১
আবেদনের সাথে সংযুক্ত করতে হবে:
.. সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত
.. প্রস্তাবিত বিষয়ে একটি সংক্ষিপ্ত প্রস্তাবনা
.. ১ কপি পাসপোর্ট সাইজের ছবি
ফেলোশিপের পুরস্কার
প্রথম পুরস্কার ৬০০০/= টাকা
দ্বিতীয় পুরস্কার ৪০০০/= টাকা
তৃতীয় পুরস্কার ৩০০০/= টাকা
বি.দ্র.শুধুমাত্র বাগেরহাট জেলার সাংবাদিকগণ আবেদন করতে পারবেন।
সময়সিমা:14 জুন 2021 এর মধ্যে।
প্রয়োজনে: ০১৯২০৮৯২১০৯
নিম্নক্ত ঠিকানা বরারব আবেদন করতে হবে
নির্বাহী পরিচালক
বাঁধন মানব উন্নয়ণ সংস্থা
দশানী,বাগেরহাট।
ই-মেইল:badhonmus@gmail.com
নারী ও তরুণ সাংবাদিকগণকে আবেদনের জন্য উৎসাহিত করা হচ্ছে