বাগেরহাটে ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে “Private Sector Emergency Response Team-PERT গঠন
এসএম রকিবুল হাসান, বাগেরহাটঃ
গতকাল শনিবার বিকালে বিসিক শিল্প নগরী,বাগেরহাট এর “রনি অটো কোকোনাট অয়েল মিল এর সম্মেলন কক্ষে,PERT দলনেতা এস এম রকিবুল হাসান এর নেতৃত্বে, বাগেরহাট এর ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত “Private Sector Emergency Response Team-PERT বাগেরহাট” এর ভলান্টিয়ার নেতৃবৃন্দদের নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সদস্য হিলালী খাতুন।
বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা এবং দুর্যোগকালীন স্বেচ্ছাসেবকদের নিঃস্বার্থভাবে করণীয় সম্পর্কে আলোচনা করেন ম্যানেজমেন্ট ও লজিস্টিক গ্রুপের সদস্য সচিব মোঃ মাসুদ রানা।
ম্যানেজমেন্ট এন্ড লজিস্টিক গ্রুপের অন্যতম সদস্য মোঃ জাকির হাওলাদার বলেন ইমারজেন্সি রেসপন্স টিমের সদস্য হিসেবে আমাদেরকে জরুরি তহবিল গঠনে উদ্যোগী হতে হবে এবং শুধুমাত্র স্বেচ্ছাসেবী মানসিকতা নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সকলে একসাথে কাজ করতে হবে।
দলনেতা শারমিন আক্তার এবং ডেপুটি দলনেতা জাহিদুল ইসলাম শুভ বলেন, বাগেরহাট জেলার প্রাইভেট সেক্টরে শুধু নয় যেকোনো দুর্যোগ মোকাবেলায় আমরা একটা শক্তিশালী, আন্তরিক, নিঃস্বার্থ স্বেচ্ছাসেবক টিম হয়ে কাজ করবো ইনশাআল্লাহ।