বাগেরহাটে প্রেসক্লাবের বিশেষ সাধারন সভা অনুষ্ঠিত
দেশ বাংলা, ডেস্কঃ বাগেরহাট প্রেসক্লাবে বিশেষ সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৫ অক্টোবর) সকালে বাগেরহাট প্রেসক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই বিশেষ সাধারন সভায় সভাপতিত্ব করেন, বাগেরহাট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি বিষ্ণু প্রসাদ চক্রবর্তী। এ সময় বাগেরহাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি অধ্যাপক এবিএম মোশাররফ হোসেন, সাবেক সভাপতি আহসানুল করিম, শেখ হেমায়েত উদ্দিন, মোঃ দেলোয়ার হোসেন, সাবেক সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান, আলী আকবর টুটুল, অর্থ সম্পাদক মোল্লা মাসুদুল হক, দপ্তর সম্পাদক এস এম সামছুর রহমান, নির্বাহী সদস্য মোঃ ইয়ামীন আলী, সদস্য শওকত আলী বাবু, মোয়াজ্জেম হোসেন মজনু, মোঃ রবিউল ইসলাম, হেদায়েত হোসেন লিটন, খন্দকার আকমল উদ্দিন সাখি, আবু সাঈদ শুনু, এস এম রাজ, ফকির হাসান আলী, এস এম শোহান, আল আমিন খান, আব্দুল্লাহ আল ইমরান, মামুন আহম্মেদ,
আমিরুল আলম বাবু, আরিফুল ইসলাম, শেখ আবু সাঈদ, সৈয়দ শওকত হোসেন, সোহাগ হাওলাদার, সোহেল রানা বাবুল প্রমুখ।বিশেষ সাধারন সভায় বাগেরহাট প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকবৃন্দ প্রেসক্লাবের বর্তমান পরিস্তিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রত্যেক সদস্য তাদের অভিমত ব্যক্ত করেন।
এ সময় বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক চ্যানেল আই এর বাগেরহাট জেলা প্রতিনিধি ও অধ্যাপক মাহফিজুর রহমানের মাতা মোসা: সুফিয়া বেগম (৭২) মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।