বাগেরহাটের বিশ্ব মানবাধিকার দিবস পালিত
বাগেরহাট প্রতিনিধ।।
বাগেরহাটে ৭৬ তম বিশ্ব মানবাধিকার দিবস ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে ।এ উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা বাগেরহাট জেলা শাখার উদ্যোগে
মঙ্গলবার( ১০ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে কোর্ট চত্বর এলাকা প্রদিক্ষণ শেষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) অরবিন্দ বিশ্বাস। মানবাধিকার বাস্তবায়ন সংস্থা বাগেরহাট জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট মেহেরুন নেছার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক সৈয়দ শওকত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত রেলি ও সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি জজকোর্টের পিপি এ্যাডভোকেট মাহবুব মোর্শেদ লালন। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির কোষাধ্যক্ষ সৈয়দা তৈফুন নাহার, পৌর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম হাসান তরফদার সহ-সভাপতি মোসাঃ খুরশিদা রহমান জুই ,সদর উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সরদার ইমরান কবির রুমেল প্রমূখ। উক্ত রেলি শেষে সুধী সমাবেশে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা কমিটির নির্বাহী সদস্য আল আমিন খান সুমন, এ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, মোঃ মুহিতুর রহমান ,সেখ সাকির হোসেন, কাজী সাইদুর রহমান সবুজ ,মিনারা হোসেন রেখা, সদর উপজেলা কমিটির সহ-সভাপতি এ্যাডভোকেট জান্নাতুল ফেরদাউস, যুগ্ম সাধারণ সম্পাদক সুরাইয়া আক্তার, নির্বাহী সদস্য এ্য।ডভোকেট সাইফুল্লাহ সুমন, এ্যাডভোকেট তানিয়া খানম, পৌর কমিটির মহিলা বিষয়ক সম্পাদক শারমিন কাজল, সদস্য আবিদা সুলতানা, আকলিমা আক্তার হেনা