দেশ বাংলা, ডেস্ক: তেরোখাদা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটির তত্বাবধানে গাঙচিল তেরোখাদা উপজেলা কমিটির উদ্যোগে বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা উৎসব ও তেরোখাদা গাঙচিল লেখক সম্মেলন '২২ অনুষ্ঠিত হয়। ডাঃ বশির আহমেদ বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি আবদুল হক চাষি ও সম্মেলন উদ্বোধন করেন সাহিত্য আলোচক শেখ আজিজুল ইসলাম টিপু। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন কমিটির সিনিয়র সহসভাপতি ডাঃ মোখলেসুর রহমান লাবলু, গাঙচিলের কেন্দ্রীয় সমন্বয়ক লিয়াকত আলী, গাঙচিলের কেন্দ্রীয় তেরোখাদা সমন্বয়ক প্রশান্ত কুমার বাছার, গাঙচিল খুলনা বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট কাজী রুমু, গাঙচিল খুলনা জেলা কমিটির সহ সভাপতি মোঃ রবিউল ইসলাম, গাঙচিল খুলনা জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দা সোনিয়া হক, গাঙচিল বাগেরহাট জেলা শাখা সাধারণ সম্পাদক সৈয়দা তৈফুন নাহার, গাঙচিল তেরোখাদা উপদেষ্টা ডাঃ শুধাংসু শেখর, গাঙচিল খালিশপুর গাঙচিলের সভাপতি আসিফ ইকবাল, প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, প্রধান শিক্ষক তপতী বিশ্বাস বুলি, শিক্ষক সোনালী বসু। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন গাঙচিল তেরোখাদা উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাফর ইকবাল ও সার্বিক তত্বাবধানে ছিলেন গাঙচিল প্রতিষ্ঠাতা খান আখতার হোসেন। অনুষ্ঠানে শতাধিক কবি লেখক ও মুক্তিযোদ্ধাদের সামনে গান পরিবেশন করেন শেখ রবিউল ইসলাম, বেলাল হোসেন, বশির আহমেদ বাবলু, আবু সুফিয়ান। কবিতা আবৃত্তি করেন রনি মোল্লা, সৈয়দা তৈফুন নাহার, সৈয়দা সোনিয়া হক, আবু সুফিয়ান, সোনালী বসু, ইয়াসির আরাফাত, জেসমিন সুলতান, ক্বারি লুৎফর রহমান, শরীফ ইমরুল, বেল্লাল আলী, উম্মে সালমা, ইসমাইল, উম্মে সালমা, ইসমাইল হোসেন, তপতী বিশ্বাস বুলি, এ্যডভোকেট কাজী রুমু প্রমুখ। অনুষ্ঠানে মোঃ জাফর ইকবাল, ডাঃ সুধাংশু কুমার ও সোনালী বসুকে মহীউদ্দীন আহম্মদ স্মৃতি গাঙচিল আজীবন সদস্য সম্মাননা দেয়া হয়।