বগুড়ায় ৩৩৩ তে ফোন দিয়ে প্রধানমন্ত্রীর উপাহার “
সাবিক ওমর সবুজ, বগুড়া জেলা প্রতিনিধিঃকরোনা নামক অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়ছে সমগ্র বিশ্ব। তারি পাদুর্ভাব বিস্তার হয়েছে আমাদের দেশে। করোনার ব্যপক বিস্তার রোধে সর্বাত্মক কঠোর বিধি নিয়োগ আরোপ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপাহার পৌঁছে দিতে সরকারের অন্যতম উদ্যোগ হলো ৩৩৩ সার্ভিস। যার মাধ্যমে গতকাল শিবগঞ্জ উপজেলার ৭০ টি দরিদ্র পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে খাদ্য বিতারন করেন উপজেলা নির্বাহী অফিসার। শিবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার সরকারী ৩৩৩ তে ফোন দিয়ে খাদ্য সহায়তা চাওয়া মানুষের মাধ্যমে যাচাই বাচাই করে খাদ্য তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রাজু,উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা। উম্মে কুলসুম বলেন,যাদের খাদ্য সহায়তা দরকার তারাই ফোন দেবেন।৩৩৩ সেবা শুধু অসহায় ও কর্মহীনদের জন্য। কেউ হয়রানি মূলক ফোন দিলে খাদ্য সহায়তার পরিবর্তে শাস্তি দেওয়া হবে।