প্রশাসনের কঠোর বিধি-নিষেধ আরোপের সত্বেও কার্যকর হচ্ছে না কুষ্টিয়ার লকডাউন।
মোঃ সায়েদ শেখ,উপজেলা প্রতিনিধি, কুষ্টিয়া সদর: করোনার দ্বিতীয় ধাপে কুষ্টিয়ার করোনা পরিস্থিতি খুবই আশঙ্কাজনক। শনাক্ত হয়েছে করোনার ভারতীয় প্রজাতি।এই অবস্থায় কঠোর লকডাউন ঘোষণা করেন কুষ্টিয়ার প্রশাসন,তবে তা হচ্ছে না যথাযথ কার্যকর। কুষ্টিয়ায় করোনার প্রকোপ বেড়ে গেলে গত ২০ শে জুন জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে প্রাণঘাতী নোভেল করোনা ভাইরাসের ঝুঁকি মোকাবেলায় কুষ্টিয়া জেলায় ২১ শে জুন দিবাগত রাত ১২:০১ মিনিট হতে ১সপ্তাহের জন্য কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়। কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা এবং বাকি সব ব্যবসা প্রতিষ্ঠান, কলকারখানা, গণপরিবহন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় । মোবাইল কোর্ট পরিচালনা ও আইনশৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত থাকলেও বিধি-নিষেধ আরোপের ৫ম দিনেও লকডাউন যথাযথ কার্যকর হচ্ছে না। জনগণ নির্দিষ্ট সময়ের বাইরেও খোলা রাখছেন দোকান পাট। কুষ্টিয়া শহরের প্রবেশ পথে পুলিশি পাহারা থাকলেও তা তোয়াক্কা করছেন না সাধারণ মানুষ। কুষ্টিয়া জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে সাথে থেমে নেই মৃত্যুর হারও। করোনা আক্রান্ত রোগী বৃদ্ধি পাওয়ায় এবং হাসপাতালে করোনা রোগী বৃদ্ধি পাওয়ায় বহির্বিভাগের চিকিৎসা বন্ধ করে ডেডিগেটেড হাসপাতাল ঘোষণা করা হয়েছে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালকে। সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত কুষ্টিয়া জেলার মোট ৫৭৫০৩ জনের করোনা টেষ্ট করা হয়েছে যার মধ্যে আক্রান্ত রোগীর সংখ্যা ৬৯১৩, সুস্থ হয়েছেন ৫১৫৯ জন ও মৃত্যু বরণ করেছেন ১৭৩ জন।