নাইক্ষ্যংছড়িতে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত
হেলাল উদ্দীন (মিঞাজী)নাইক্ষ্যংছড়ি বান্দরবান: জাতীয় মৎস্য সপ্তাহ ’২২ পালন ও বাস্তবায়নের জন্য শনিবার (২৩জুলাই) বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাকসুদ আহমদ। তিনি মৎস্য খাতে যে সাফল্য তার ভূয়সী প্রশংসা করে বলেন, মৎস্য অধিদপ্তর ও এই খাতের প্রতি দেশের মানুষের আস্থা ও আগ্রহ বেড়েছে।
এসময় উপজেলা মৎস্য ক্ষেত্র সহকারী মোহাম্মদ আব্দুল্লাহ,নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের আহবায়ক আবদুল হামিদ,সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল,এবং সদস্য জয়নাল আবেদীন টুক্কু,সদস্য মো: ইউনুছ উপস্হিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মৎস্য সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে রয়েছে শোভাযাত্রা, আলোচনা সভা,পোনা অবমুক্তকরণ, মাছে ফরমালিন বিরোধী অভিযান, স্কুল-কলেজে প্রামাণ্যচিত্র প্রদর্শনী, মাছ চাষিদের মাঝে পুরস্কার বিতরণ ও চাষি সমাবেশ।