নাইক্ষ্যংছড়িতে গরু দস্যুদের হামলায় এক জন এস আইসহ ৪’ পুলিশ সদস্য আহত
হেলাল উদ্দীন (মিঞাজী):বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ৪৬ পিলারের কাছাকাছি জারুলিয়াছড়িতে বার্মিজ ৭ গরু কেড়ে নিতে গিয়ে পুলিশের উপর হামলা করেছে মিয়ানমারের থেকে চোরাই পথে আনা গরু দস্যুরা।
এসময় ১ জন এস আইসহ ৪ পুলিশ আহত হয়েছে
মারমুখী পরিবেশে আত্মরক্ষার জন্যে ৭ রাউন্ড গুলি বর্ষণ করে পুলিশ। এছাড়ও হাতকড়া পরিহিত ২ আসামীকে ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়। গরু চোরাকারবারিরা।আহত পুলিশ সদস্যরা হলেন এসআই রাকিব,সদস্য আবু বক্কর, আরফাত ও মালেক। আহত তিন পুলিশ সদস্য নাইক্ষ্যংছড়ি হাসপাতালে চিকিৎসাধীন। এ পরিস্থিতিতে একই দিন সকাল ১১ টায় ঘটনাস্থলে ছুটে আসেন সহকারী পুলিশ সুপার নুরুল আনোয়ার। এ সংবাদ লেখা কাল পর্যন্ত থমথমে পরিস্থিতি বিরাজমান। বুধবার (১০ জানুয়ারী) ভোর সকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানান সদর ইউনিয়নের কম্বনিয়া এলাকার জারুলিয়াছড়ি সীমান্তের ৪৬ নম্বর পিলার হয়ে চোরাইপথে গবাদিপশুসহ জড়িতদের আটকে অভিযানে নামে পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেন এসআই রাকিবসহ থানা পুলিশের একটি টিম। পুলিশ দল এক পর্যায়ে লালুর বাড়ি অদূরে গেলে ১০ টি বার্মিজ গরু নিয়ে একদল দস্যুদের সামনে পড়ে।পুলিশ জিজ্ঞেস করলে তারা পালাতে চেষ্ঠা করলে পুলিশ ২ জনকে আটক করে হাত কড়া পরায়।এ সময় স্বশস্ত্র একদল সন্ত্রাসী পুলিশকে লক্ষ্য করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে পুলিশও পাল্টা ৭ রাউন্ড ফাকা গুলি বর্ষণ করে।
এরই মধ্যে পুলিশের কাছ থেকে হাতকড়া পরিহিত ২ আসামীকে ছিনিয়ে নিয়ে যায় গরু কারবারিরা।
নিয়ে যাওয়া হাতকড়া ৫ ঘন্টা পরে স্থানীয় এক জন প্রতিনিধির মাধ্যমে পুলিশকে ফেরৎ দেয় বলে জানা গেছে।এদিকে ঘটনার কথা শুনে ছুটে আসেন
বান্দরবানের সহকারী পুলিশ সুপার নুরুল আনোয়ার,তিনি সাংবাদিকদের জানান,
বিষয়টি দূঃখজনক। ঘটনার বিষয়ে সাংবাদিকদের তিনি আরো বিস্তারিত পরে জানাবেন।
তবে ঘটনার বিষয়ে জড়িতদের ছাড় নেই। নাইক্ষ্যংছড়িতে অপরাধীদের ঠাঁই হবে না।