নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়িতে ইউনিয়ন বিএনপির জনসভা অনুষ্ঠিত
হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি বান্দরবান: পার্বত্য বান্দরবানে নাইক্ষ্যংছড়ির দোছড়িতে ইউনিয়ন বিএনপির উদ্যোগে মিছিল উত্তর জনসভা অনুষ্ঠিত ২২ নভেম্বর শুক্রবার বিকালে ৩ টায় দোছড়ি বাজার চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্বে করেন ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আযাছ, উপজেলার দোছড়ি ইউনিয়নে বিএনপির মিছিল উত্তর জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বান্দরবান পৌরসভার সাবেক মেযর জাবেদ রেজা
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্র নেতা জসীম উদদীন তুষার। উপজেলা বিএনপির সভাপতি আরেফ উল্লাহ (চোট্টু,) সাধারণ সম্পাদক আব্দুল আলীম বাহাদু,বিএনপি নেত নুরুল আবছার সোহেল, মওলানা সুলতান, নাইক্ষ্যংছড়ি উপজেলা য়ুবদলের সভাপতি আবুসুফিযান চৌধুরী সাধারণ সম্পাদক আবু কায়ছার সহ উপজেলা ছাত্র দলের আহ্বায়ক জিয়াউল হক জিযা, ছাত্র নেতা মিজান সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অংগ সংগঠনের নেতা-কর্মীক ও সাধারণ জনতার অংশ গ্রহন করে। সভায় প্রধান অতিথি বিগত আওয়ামী সরকারের বিভিন্ন অনিযম অপশসনের কথা তোলে ধরে,পাশাপাশি দলীয় নেতা কর্মীদেন বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন।