নাইক্ষ্যংছড়িতে সড়ক দুর্ঘটনায়-১ শিক্ষার্থী নিহত
হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি বান্দরবানঃ বৃহস্পতিবার ১৪ নভেম্বর সকাল ১১টা ২০ মিনিটের সময় নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের রেজুখাল ব্রীজের মাথা নামক স্থানে,মোটরসাইকেল দুর্ঘটনায় সোনাইছড়ি ইউনিয়নের নতুন পাড়ার মোঃ বদি আলমের ছেলে কাউসার হোসেন সোহাগ নিহত হয়েছে।জানা যায় নিহত সোহাগ নিজে মোটরসাইকেল চালিয়ে উপরে উল্লেখিত ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা চলন্ত ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলে তাকে চট্টগ্রামে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার পথে কক্সবাজারের হারবাং নামক এলাকায় পৌছলে গাড়িতেই মৃত্যু বরণ করে।নিহত কাউসার হোসেন সোহাগ ( ২৮)তার পিতার নাম বদি আলম নতুন পাড়া ৮নং ওয়ার্ড সোনাইছড়ি ইউনিয়ন। নিহত কাউসার হোসেন,নাইক্ষ্যংছড়ি হাজী এম এ আবুল কালাম ডিগ্রী কলেজের শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।এবিয়যে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাশরুরুল হক প্রতিবেদক কে বলেন ঘটনা সঠিক এ বিয়যে থানায় একটি অপমৃত্যু মামলা দাযের হযেছে।