DESH DESK: বাসররাতে স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্কের সময় এক নববধূর মৃত্যু হয়েছে। সঙ্গমরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে ওই নারীর মারা যান। ব্রাজিলের ইবিরিতে শহরে এ ঘটনা ঘটেছে । আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে আনন্দবাজার জানিয়েছে, বাসররাতে যৌন মিলনের সময় অসুস্থ বোধ করেন ১৮ বছরের ওই তরুণী। বিষয়টি তিনি স্বামীকে জানান। এরপর স্বামী প্রতিবেশীদের খবর দিলে তারা সঙ্গে সঙ্গে ফোন করে ট্যাক্সি ডাকেন। চিকিৎসাকর্মী এসে জানান, হৃদরোগে আক্রান্ত হয়েছেন ওই তরুণী। হাসপাতালে যাওয়ার পথে মৃত্যু হয় তার।নববধূর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। তবে ওই তরণীর ব্রঙ্কাইটিসের সমস্যা ছিল। বিয়ের কয়েক ঘণ্টা পর স্ত্রীর মৃত্যুতে ভেঙে পড়েন স্বামী। ২৯ বছরের ওই ব্যক্তি বলেছেন, ‘এই ঘটনার পর আমি এই শহরে আর থাকতে পারব কি না, জানি না।’