দেশ বাংলা, ডেস্ক: জেলা প্রশাসক (ডিসি) পদে নিয়োগের জন্য যোগ্য কর্মকর্তা নির্বাচনে উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তাদের সাক্ষাৎকার শুরু হচ্ছে আগামী ২৭ মার্চ। মোট ১৭৫ জন কর্মকর্তাকে সাক্ষাৎকারে অংশ নেওয়ার জন্য ডাকা হয়েছে।
রোববার (২০ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক চিঠি থেকে এ তথ্য জানা যায়।
আগামী ২৭ মার্চ ও ৩, ৪, ৬, ৭ ও ১০ এপ্রিল সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। ২৭ মার্চ ২৫ জন ও ৩, ৪, ৬, ৭ ও ১০ এপ্রিল ৩০ জন করে কর্মকর্তার সাক্ষাৎকার নেওয়া হবে। ২৭ মার্চ দুপুর ২টা, ৩ এপ্রিল ১১টা, ৪ ও ৬ এপ্রিল সকাল ১০টা, ৭ এপ্রিল সকাল সাড়ে ১১টা, ১০ এপ্রিল ১০টায় সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
সাধারণত উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তারা ডিসি পদে নিয়োগ পেয়ে থাকেন। নির্বাচিত যোগ্য কর্মকর্তাদের মধ্য থেকে পরবর্তীসময়ে ডিসি নিয়োগ দেওয়া হবে।
জেলা পর্যায়ে ডিসি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করেন। ডিসি জেলার সাধারণ প্রশাসনিক কার্যক্রম, জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও কালেক্টর হিসেবে ভূমি ব্যবস্থাপনা বিষয়গুলি দেখে থাকেন। এছাড়া নির্বাচিত সরকারের বিশেষ কর্মসূচি ও চলমান উন্নয়নমূলক কাজে জেলা প্রশাসক তদারকি করে থাকেন।