জয়পুরহাটে ৭ পর্নো ভিডিও সরবরাহকারী গ্রেপ্তার
আহসান হাবীব আরমান, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাই উপজেলার পুনট বাজার এলাকা হতে সাতজন পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারীকে গ্রেপ্তার করেছের র্যাব-৫ সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হলেন, শহিদুল ইসলাম (৩২), মেহেদী হাসান (২২), সাগর হোসেন (২৩), মোমেন (২৭), রবিউল ইসলাম রেজভী (৩০), ছানোয়ার হোসেন (৩২) ও মমতাজ উদ্দিন (৩৫)।
জয়পুরহাট র্যাব-৫ সিপিসি-৩ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ১৯ জুলাই মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে দুই ঘণ্টা অভিযান চালিয়ে কালাই উপজেলার পুনট বাজার থেকে ৭টি মনিটর, ৭টি সিপিইউ, ৭ টি কি-বোর্ড, ৭ টি মাউস, ২৭ টি হার্ড ডিস্ক, বিভিন্ন প্রকার ক্যাবলসহ ৭জন পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারীকে গ্রেপ্তার করেছেন।
তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে কালাই থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী মামলা করা হয়েছে।