জয়পুরহাটে মাদক মামলায় একজনের মৃত্যু দন্ড
জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে ৫৪ গ্রাম হেরোইন রাখায় নাজমুল হোসাইন (২৬) নামে এক যুবককে মৃত্যু দÐ অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদÐাদেশ দিয়েছেন আদালত। বুধবার (১০ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. গোলাম সারোয়ার এ রায় দেন।
দÐপ্রাপ্ত নাজমুল হোসাইন নওগাঁর বদলগাছী উপজেলার চাঁপাডাল গ্রামের ইউসুফ আলী মন্ডলের ছেলে বলে জানা গেছে।
মামলার বিবরণে জানা যায়, গত বছরের ১৯শে জানুয়ারিতে জেলার আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদ এলাকায় মাদকসহ অবস্থান করছে নাজমুল হোসাইন নামে এক যুবক। সেখানে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে নাজমুল দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয় এই বাহিনী। তার শরীর তল্লাশি করে জাকেটের পকেট থেকে ৫৪ দশমিক ৭০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। পরে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই দিন তাকে সাধারণ ডায়েরী (জিডি) মূলে থানায় হস্তান্তর করে র্যাব। পরে আদালত থেকে জামিন নিয়ে পালিয়ে থাকে নাজমুল।
চলতি বছরের ২৪ জুলাই ওই উপজেলার জামালগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজুতে পাঠায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
আদালত ১৩ কার্যদিবসে শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার আদালতের বিচারক অভিযুক্তকে মৃত্যুদÐ ও একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদÐ দেন।
জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।