জয়পুরহাটে চলন্ত ট্রেনে সেলফি তুলতে গিয়ে ব্রীজের ধাক্কায় নদীতে পড়ে এক যুবকের মৃত্যু
আহসান হাবীব আরমান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটে চলন্ত ট্রেনে সেলফি তুলতে গিয়ে ব্রীজের ধাক্কায় নদীতে পড়ে এক যুবকের মৃত্যু হয়। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার সময় আক্কেলপুর উপজেলার হলহলিয়া ব্রীজের থাক্কায় পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেন থেকে সেলফি তুলতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হয় কিশোর মেহেদী হাসান (১৫)।
আজ সকাল সাড়ে সাতটায় দিকে রেলসেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করে ডুবুরি দল। মেহেদী হাসান পঞ্চগড়ের বাতুভিটা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। সে তার দাদি ও বোনের সঙ্গে ট্রেনে করে পঞ্চগড়ে যাচ্ছিল।
আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম হাবিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজ কিশোরকে উদ্ধারের জন্য রাতে আক্কেলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যায় উদ্ধারের কাজ শুরু করছিল। সন্ধান না পাওয়ায় রাত ১০টার দিকে অভিযান স্থগিত করা হয়। আজ সকালে রাজশাহী থেকে একটি ডুবুরি দল এসে আবারও উদ্ধার অভিযান শুরু করে। পরে নদীর তলদেশ থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আজম বলেন, ট্রেনে ওই কিশোরের সঙ্গে তার দাদি ও বোন ছিল। তার মরদেহ থানায় আনা হয়েছে। নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়া লাশ নেওয়ার জন্য আবেদন করেছে। থানায় অপমৃত্যু মামলা হওয়ার পর মরদেহ হস্তান্তর করা হবে।