বাগেরহাট প্রতিনিধি.
বাগদা চিংড়ি রোগ প্রতিরোধ ও ঘেরের পরিবেশ সুরক্ষায় কাঁটা শ্যাওলার ভ’মিকা শীর্ষক দি ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মৎস্য গবেষনা ইনষ্ট্রিটিউট এর মহা পরিচালক (ডিজি)ি ড: অনুরাধা ভদ্্র বলেছেন , আমাদের চিংড়ি চাষিরা একরে মাত্র ৩শত কেজি চিংড়ি উৎপাদন করে থাকে । এখন ক্লাস্টার পদ্ধতির মাধ্যমে বাগদা চিংড়ি চাষকরে কয়েকগুন উৎপাদন করা সম্ভব হচ্ছে । যা মৎস্য গবেষনা কেন্দ্রের দীর্ঘ গবেষনায় মাঠ পর্যায়ে প্রমানিত হয়েছে । এর ফলে দেশের চিংড়ির চাহিদা মিটিয়ে আরো বেশী রপ্তাণী করে বৈদেশিক মূদ্রা অর্জন করা সম্ভব হবে ।
তিনি আরো বলেন একটি চিংড়ি খামারের ২৫ ভাগ এলাকায় কাটা শ্যাওলা থাকলে বাগদা চিংড়ি রোগ প্রতিরোধ ও ওজন বৃদ্ধির ক্ষমতা কয়েক গুন বৃদ্ধি পায় । আমরা এখন চিংড়ি চাষিদের খামারে কাটা শ্যাওলা রাখার উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি ।
শনিবার সকালে বাগেরহাট চিংড়ি গবেষনা কেন্দ্রের সম্মেলকক্ষে আয়োজিত দিনব্যাপী এই সেমিনারে অনুরাধা ভদ্র এই কথা বলেন ।
বাগেরহাট চিংড়ি গবেষনা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো: শহিদুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপÑপরিচালক মো: জাহাংগীর আলম, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ও মেরিন বায়োসাইন্স বিভাগের অধ্যাপক ড: মো: আমিনুর রহমান, ময়মনসিংহ স্বাধুপানি কেন্দ্রের মূখ্য বৈঞ্জানিক কর্মকর্তা ড: মো: হারুনর রশিদ, বাগেরহাট চিংড়ি গবেষনা কেন্দ্রের মুখ্য বৈঞ্জানিক কর্মকর্তা এ এসএম তানভিরুল হক, পটুয়াখালী বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ্এ্যাকুয়াকালচারবিভাগের অধ্যাপক ড: মো: লোকমান আলী, জেলা মৎস্য দপ্তরের সহকারি পরিচালক রাজ কুমার বিশ^াস প্রমূখ ।
সেমিনারে দেশের উপকুলের চিংড়ি চাষ এলাকাসহ মৎস্য বিভাগের বিভিন্ন কেন্দ্রের উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বিশ^বিদ্যালয়ের ফিশারি বিভাগের অধ্যাপক , চিংড়ি চাষি ও গন মাধ্যম কর্মীরা অংশ গ্রহন করেন ।