কুষ্টিয়া সদর হাসপাতাল থেকে চিকিৎসা সরঞ্জাম উধাও
মোঃ সায়েদ শেখ, উপজেলা প্রতিনিধি, কুষ্টিয়া সদর।।কুষ্টিয়া করোনা ডেডিকেটেড ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ভান্ডার থেকে জীবন রক্ষাকারী অক্সিজেন সিলিন্ডারসহ অন্যান্য সরঞ্জাম গায়েব হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উধাও হওয়া অক্সিজেন সিলিন্ডারসহ বিভিন্ন সরঞ্জামের হিসাব বুঝিয়ে দিতে হাসপাতালের স্টোর কিপার জোয়ারদার ফয়জুর রহমান কে ১৪ জুলাই অর্থাৎ ৭ দিনের মধ্যে হিসেব বুঝিয়ে দিতে হাসপাতালের তত্বাবধায়ক পত্র দিয়েছে।
ঘটনার দাপ্তরিক নথি হিসেবে : কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবদুল মোমেনের সই করা একটি চিঠি থেকে এ তথ্য জানা গেছে। পত্রে স্টোর কিপার যে অডিটের সময় অক্সিজেন সিলিন্ডার, পালস অক্সিমিটারসহ অনেক সরঞ্জামের হিসাব বুঝিয়ে দিতে পারেননি। সে বিষয়টি স্পষ্ট উল্লেখ্য করা হয়েছে।
করোনা সংকটে একদিকে অক্সিজেনের স্বল্পতা অন্য দিকে আবার চুরি। হাসপাতাল সূত্রে জানা গেছে,প্রায়ই হাসপাতাল থেকে মানুষের জীবন রক্ষাকারী অক্সিজেন সিলিন্ডার চুরি হচ্ছে। এতে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অক্সিজেন সংকট দেখা দিচ্ছে।
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার তাপস কুমার সরকার বলেন,খবরটি শুনারপরই বিভিন্ন সরঞ্জামের হিসাব বুঝিয়ে দিতে হাসপাতালের স্টোর কিপার জোয়াদার ফয়জুর রহমানকে ৭ কার্যদিবসের মধ্যে সময় বেঁধে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সাধারণ মানুষের দাবী দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে সাথে সাথে হাসপাতাল কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট বিষয়ে আরো তৎপর হতে হবে।