ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন অধ্যক্ষ মাওলানা সৈয়দ হোসাইন
হেলাল উদ্দীন (মিঞাজী)নাইক্ষ্যংছড়ি বান্দরবানঃ অদ্য ৩০/৪/২০২২ ইং রোজ শনিবার বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নে অবস্থিত অন্যতম দীনি বিদ্যা পিঠ নাইক্ষ্যংছড়ি মদিনাতুল উলুম মডেল আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব মাওলানা সৈয়দ হোসাইন সাহেব ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সর্বক্ষেত্রে পবিত্র ঈদুল ফিতরের শিক্ষার প্রতিফলন ঘটাতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক বাণীতে তিনি বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর সকলের জন্য আনন্দের বার্তা বয়ে নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর- এ কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে জানাই ঈদ মোবারক। মাওলানা সৈয়দ হোসাইন বলেন, ঈদ শান্তি সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয় এবং সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকল মানুষকে। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসুক, এ কামনা করে মাওলানা সৈয়দ হোসাইন বলেন, পবিত্র এ দিনে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করছি। ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক