শিরোনাম
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে
ইসলামী বক্তা ত্বহার সন্ধানের দাবীতে বাগেরহাটে সংবাদ সম্মেলন
Desh Bangla, Desk
বাগেরহাটে তরুণ ইসলামী বক্তা ত্বহা মোঃ আদনানের সন্ধান দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৭ জুন) বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে সচেতন আলেম সমাজের ব্যানারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, হাফেজ মাওলানা শেখ মহিউদ্দিন মাহদী বিল্লাহ। এসময় মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা ইমলার হোসাইন, হাফেজ মাসুম বিল্লাহ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে তারা বলেন, আজ এক সপ্তাহ যাবৎ তরুণ ইসলামী বক্তা ত্বহা মোঃ আদনান নিখোজ রয়েছেন। নিজ বাড়ি রংপুর থেকে ঢাকা রওনা দেওয়ার পরে আর ফেরেনি।ত্বহা মোঃ আদনান একা ছিলেন না, সাথে তার গাড়ি চালক ও দুইজন সফরসঙ্গী ছিলেন।চারজন জলয্যান্ত মানুষ এভাবে নিখোজ হল, এই দায় কোনভাবেই রাষ্ট্র এড়াতে পারে না। আমরা অনতিবিলম্বে ত্বহা মোঃ আদনানসহ নিখোজদের সন্ধান চাই।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর